বাংলাদেশ কারিগরি শিক্ষা র্বোড কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্টান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০১৮ এবং সংশোধীত ২৩ নভেম্বর ২০২০ খ্রিঃ এর আলোকে হিরণপুর কারিগরি স্কুল এন্ড কলেজে এস. এস. সি (ভোকেশনাল) শিক্ষাক্রমে নিম্ন বর্ণিত শূন্যপদে সরকারি বিধি মোতাবেক জনবল নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সদনপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটো কপি, ২ (দুই) কপি ছবি, ৩০০(তিনশত) টাকার অফেরতযোগ্য পোস্টাল অর্ডারসহ , অধ্যক্ষ হিরণপুর কারিগরি স্কুল এন্ড কলেজ, হিরপুর, পূর্বধলা নেত্রকোনা বরাবর আবেদন করতে হবে। যে কোন অবস্থায় কর্তৃপক্ষ উক্ত নিয়োগ র্কায বন্ধ করার ক্ষমতা সংরক্ষণ করবেন।
ক্রমিক নং | পদের নাম ও পদ সংখ্যা
|
শিক্ষাগত যোগ্যতা
|
বয়স
|
বেতন গ্রেড | মন্তব্য |
০১ | নৈশ্য প্রহরী
০১(এক) জন |
জেএসসি/জেডিসি/সমমান | অনুর্ধ্ব ৩৫ বছর
|
গ্রেড ২০তম ৮২৫০-২০০১০/-
|
শামীমা আক্তার
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
হিরণপুর কারিগরি স্কুল এন্ড কলেজ,
হিরপুর, পূর্বধলা ,নেত্রকোনা ।
Leave a Reply