সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন

পূর্বধলার হোগলায় চেয়ারম্যানের অর্থায়নে বিধবা পেল ঘর

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৪৮ পঠিত

দু’বছর আগে স্বামী আফতাব উদ্দিন মারা যায়।এক ছেলে মারা গেছে অনেক আগেই। তিন মেয়েও বিয়ে হয়ে গেছে।থাকার মতো একটি ঘরও তার নেই। এ অবস্থায় চটের বস্তার বেড়া, বনের খড় ও পলিথিন দিয়ে অতি কষ্টে দিন যাপন করছিলেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নে’র জমিরাকান্দা গ্রামের জমিলা খাতুন।,

এই বিষয়টি স্থানীয় হোগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম আকন্দ খোকনে’র নজরে আসলে তিনি দ্রুত সময়ের মধ্যে জমিলার ১৬ ফুট দৈর্ঘ্য ও ১১ ফুট প্রস্থ জায়গায় একটি ঘর তিনি নিজ উদ্দ্যোগে ও অর্থায়নে করে দেয়ার জন্য সিদ্ধান্ত নেন এবং দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী মেস্তরি সহ কাজ শুরু করে দেন। ১০ মার্চ নিজে উপস্থিত থেকে ঘরের নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স। এ সময় আরো উপস্থিত ছিলেন শেখ বীর মুক্তিযোদ্ধা মোঃ আসমত আলী, হোগলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হিরা মিয়া, সাবেক ইউপি সদস্য লিয়াজ উদ্দিন, তালে হুসেন, মোহাম্মদ আবুল হোসেন সহ অনেকেই।,

এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম আকন্দ খোকন বলেন আমি সব সময় গরিব, অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে এভাবে কাজ করার চেষ্টা করব। এমন অসহায় গরিব যারা কষ্টে আমার ইউনিয়নে দিনাতিপাত করছে তাদের জন্য আমি আরো ঘর সরকারের পাশাপাশি করে দেয়ার চেষ্টা করব। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, অসহায়, গরিব, গৃহহীন বিধবা মহিলাকে ঘর করে দেয়া নিঃসন্দেহে একটি ভালো কাজ এবং ভালো উদ্দ্যোগ এই উদ্যোগকে আমি প্রশংসা করি। জমিলা খাতুন নতুন ঘর পেয়ে খুশিতে কেঁদে ফেলেন এবং বলেন আল্লাহ তার মনের আশা পূরণ করেছেন চেয়ারম্যানের মাধ্যমে আমি চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করি।,

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি