বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রথম অধিবেশন প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট সানাওয়ার হোসেন ভূইয়া এর সভাপতিত্বে ও সম্পাদক এম. মুখলেছুর রহমান খান এর সঞ্চালনায় সাধারণ সভার কার্য বিবরণী সম্পন্ন হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক জিয়া উদ্দিন আহমেদ সুমন।এ সময় প্রেসক্লাবের সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন। দ্বিতীয় অধিবেশনে নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা প্রেস ক্লাবের সভাপতি অঞ্জনা খান মজলিসের সভাপতিত্বে প্রায় ১১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত প্রেসক্লাব হলরুমের ইন্টেরিয়র ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করেন।
এর আগে তিনি প্রেসক্লাবের প্রয়াত ৩ জন সদ্যসের পরিবারকে কল্যাণ তহবিলের মৃত্যু দাবির দেড় লক্ষ টাকার চেক তুলে দেন।
Leave a Reply