সারাদেশের ন্যায় নেত্রকোনায়ও দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
ৎআনন্দঘন পরিবেশে জেলার প্রশাসন থেকে শুরু করে পাঠক শুভান্যুদায়ীসহ সকল স্থরের মানুষকে নিয়ে বুধবার জেলা প্রেসক্লাবের হলরুমে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে পত্রিকাটির স্ব-মহিমায় এগিয়ে যাওয়ার বস্তুনিষ্ঠতা নিয়ে আলোচনা করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, প্রেসক্লাব সহ সভপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, পাবিলক লাইব্রেরী সহসভাপতি এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুরর রহমান খান, সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, বীর মুক্তিযোদ্ধা সাবেক সদর কমান্ডার মো. আইয়ূব আলী, ডায়াবেটিস সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, জেলা মহিলা পরিষদের সভাপতি রেহানা সিদ্দিকী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সৈয়দা শামছুন্নাহার বিউটি, সরকারী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক রেজাউল করিম রেজা, ৭১’র ঘাটক দালাল নির্মুল কমিটির সদস্য সচিব শাহিন উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক রইছ মো. হাবিব খান মুক্তি, মিশন ডিজিল্যাবের পরিচালক জহিরুল কবির শাহীন, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সম্পাদক চিন্ময় তালুকদারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এতে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ ছাত্র শিক্ষক, সরকারী শিশু পরিবার প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী, কবি, সাহিত্যিক সংস্কৃতিকর্মী, নারী নেত্রীগণ শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন। জেলা প্রতিনিধি আলপনা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বস্তুনিষ্ঠতা ধরে রেখে উত্তরোত্তর সমৃদ্ধি সহ পত্রিকাটির সংশ্লিষ্ট সকল কলাকৌশলীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি রাজনীতি, সামজিক উন্নয়ন, সরকারের উন্নয়ন তুলে ধরাসহ সাধারণ মানুষের দৌড় গোরায় পৌঁছে যাওয়ার ধারবাহিকতা অব্যাহত রাখায় পত্রিকাটির প্রশংসা করেছেন সকলে।
তারা বলেন, একটি মিডিয়ার মূল ভিত্তি তার বস্তুনিষ্ঠতা। পরে আলোচনা শেষে জেলা প্রতিনিধি অলপনা বেগমকে সাথে নিয়ে কেক কাটেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ অতিথি সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, নেত্রকোনা পৌর মেয়র নজরুল ইসলাম খান, নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, পাবলিক লাইব্রেরির সহ সভাপতি এডভোকেট হান্নান রঞ্জন, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান।
Leave a Reply