বিশেষ প্রতনিধিঃ ২০২২-২৩ অর্থ বছরে পানি উন্নয়ন বোর্ড নেত্রকোনার আওতাধীন হাওরাঞ্চলে বিভিন্ন স্থানে ফসল রক্ষা ডুবন্ত বাঁধের মেরামত করণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে জেলা পানি উন্নয়ন বোর্ড নেত্রকোনা কার্যালয় আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এ সভায় জেলার হাওর উপজেলার নির্বাহী কর্মকর্তাগন ও সকল পিআইসির সভাপতি সম্পাদক,পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলীগন অংশগ্রহণ করেন। সভায় বাঁধের কাজের গুণগতমান ও অগ্রগতি নিয়ে নানা মতামত তুলে ধরেন সংশ্লিষ্টরা।
এর আগে ২০৬টি পিআইসির সকল কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবগত করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সারোয়ার জাহান। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুন খন্দকার। এসময় সকল পিআইসি কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন জেলা কবিটা স্কিম মনিটরিং ও বাস্তবায়ন কমিটি।
Leave a Reply