বিশেষ প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন উপলক্ষে নেত্রকোনায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আগামী ২২ মার্চ সারাদেশের ন্যায় ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এ ঘর হস্তান্তর করা হবে। এর মধ্যে দিয়েই নেত্রকোনার ৯টি উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত হচ্ছে।
৩য় পর্যায়ের অবশিষ্ট ৫৯৬টি এবং ৪র্থ পর্যায়ের ৬০৬টি সহ মোট ১২০২টি পরিবারের মাঝে আশ্রয়ন প্রকল্পের গৃহ হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। একই সাথে উপকারভোগী পরিবারের নিকট জমির কবুলিয়ত দলিল ও খতিয়ান প্রদান করা হবে।
সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মনসুর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার,সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকলিমা আক্তারসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Leave a Reply