বিশেষ প্রতিনিধি: দৈনিক মানবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি, নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের কোষাধক্ষ্য আ ক ম আলতাবুর রহমান কাশেম এর দোকানে ৩১ মার্চ ভোররাতে হামলা ও ভাঙচুর করেছে প্রতিপক্ষের লোকজন ।,
৯৯৯ ফোন দিয়ে পুলিশের সহযোগিতায় উদ্ধার হয় সাংবাদিক পরিবারের সদস্যগণ। এ মর্মে নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সাংবাদিক আ ক ম আলতাবুর রহমান কাসেম । অভিযোগে জানা যায় দোকানের জায়গাসহ অন্যান জায়গা এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক কাশেম এবং তার পরিবারের লোকদের সাথে দীঘর্দিন ধরে শত্রুতা চলে আসছে ,
তারই ভাতিজা মোহাম্মদ লুৎফুর রহমান সোহেল গং দের সাথে । থানায় দায়ের করা অভিযোগে আরো জানা যায় সোহেল গং ঐ দিন ঠিক সেহরির সময় হঠাৎ অতর্কিতভাবে লাঠি সোটা ও অস্ত্র সস্ত্র নিয়ে আ ক মো আলতাবুর রহমান কাশেমের দোকানপাটে হামলা ও ভাঙচুর চালায়, এ সময় আলতাবুর রহমান কাশেম ৯৯৯ পুলিশের জরুরি সেবায় ফোন দিয়ে প্রাণে রক্ষা পায়।,
পুলিশ দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এ সময় সাংবাদিক পরিবারের বাড়িতে সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে সন্ত্রাসীরা এবং সাংবাদিকের ছেলে নওসাদসহ কয়েক জন আহত হয়। তাদেরকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছন সাংবাদিক আকম আলতাবুর রহমান কাসেম। উল্লেখ্য র্পূব শত্রুাতার জেরে উভয় পক্ষই আরো মামলা মোকাদ্দমা দায়ের করেছেন ।,
Leave a Reply