রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :

৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবুজায়নে শক্তি ফাউন্ডেশন

রিপোর্টারের নাম:
  • আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৮২০ পঠিত

বিশেষ  প্রতিনিধি: শক্তি ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি বৃহত্তম বেসরকারি জনকল্যাণমূলক উন্নয়ন প্রতিষ্ঠান (এনজিও)। প্রতিষ্ঠানটি গত ১লা এপ্রিল ২০২৩ তারিখে ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে এবং সংস্থার কর্ম এলাকায় ৫৫টি জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে।,

এই লক্ষে   জেলার নেত্রকোণা,সদর নেত্রকোণা ০১৮৩ নং শাখা অফিসের মাধ্যমে ০২/০৪/২০২৩ইং  তারিখে গেজেটেড ডরমিটরি,নাগড়া,সদর নেত্রকোণা[৫০ টি বৃক্ষ রোপনের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার প্রতিষ্ঠা বার্ষিকী উজ্জাপন করে। এই সময় উপস্থিত ছিলেন মো: মেহেদী হাসান(নেজারত ডেপুটি কালেক্টর,নেত্রকোণা[বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন  আফতাব আহম্মেদ (নির্বাহী ম্যাজিষ্টেড)নেত্রকোণা।,

এছাড়াও শক্তি ফাউন্ডেশন থেকে উপস্থিত ছিলেন,সব্য সাচী রয়(সিনিয়র ডিরেক্টর) মো:শেখ মনিরুজ্জামান(আর এইচ)ময়মনসিংহ রিজিওন,মোহাম্মদ হাবিবুর রহমান(এরিয়া সুপারভাইজার ময়মনসিংহ গৌ্রিপুরএরিয়া,মোঃ জামাল উদ্দিন শাখা ব্যবস্থাপক সদর নেত্রকোনা, সানজিদা আক্তার কাজল শাখা হিসাবরক্ষক সদর নেত্রকোনা, মোঃ ফিরোজ আহম্মেদ শাখা ব্যবস্থাপক ঈশ্বরগঞ্জ ময়মনসিংহমোঃ মোসাহেদ হিসাবরক্ষকময়মনসিংহ গৌ্রিপুর,সংগিতা রানী সিনিয়ার সিও,ময়মনসিংহ গৌ্রিপুর মোঃ রায়হান উদ্দিন সিনিয়ার সিও ময়মনসিংহ, গৌ্রিপুর,ফারজানা  আক্তার সিও ময়মনসিংহ গৌ্রিপুর, মোঃ ইকবাল হোসেন সিও ময়মনসিংহ গৌ্রিপুর,মোঃ আক্তারুজ্জামান সিনিয়ার সিওময়মনসিংহ গৌ্রিপুর,ফারজানা আক্তার ববি সিওময়মনসিংহ ফুল্পুর,তানিয়া আক্তার মেডিকেল এ্যাসিস্টেন্ট শেরপুর, জুলেখা আক্তার আর এস ময়মনসিংহ,মোঃ জুয়েল মিয়া সিনিয়ার সিও সদর নেত্রকোনা,রাজন সাহা সিও সদর নেত্রকোনা,মোঃ রফিকুল ইসলাম সিও সদর নেত্রকোনা,আরিফা জেসমিন সিও সদর নেত্রকোনা,মোঃ রোমান হোসেন সিও সদর নেত্রকোনা,১৯৯২ সনে প্রতিষ্ঠিত শক্তি ফাউন্ডেশন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি, এনজিও বিষয়ক ব্যুরো (প্রধান মন্ত্রীর কার্যালয়) এবং যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে নিবন্ধনকৃত।

বর্তমানে এই প্রতিষ্ঠান প্রায় সমগ্র বাংলাদেশে ৫০৪ টি শাখা অফিস ও ৮৭ টি শক্তি মেডিক্যাল সার্ভিস সেন্টারের মাধ্যমে স্বাস্থ্য সেবা ও সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, আর্থ- সামাজিক উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও প্রশিক্ষণ প্রদান করে উপযুক্ত ঋণ দানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে।

৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শক্তি ফাউন্ডেশন গ্রিন ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে এপ্রিল মাসের মধ্যে ৫৫টি জেলাতে ৩,১০০ টি বৃক্ষরোপনের পরিকল্পনা হাতে নিয়েছে। বৃক্ষরোপনের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের উন্নয়ন ঘটাতে ও অন্যকে উদ্ভুদ্ধকরনের কাজে আসবে অন্যদিকে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে বিশেষ ভূমিকা পালন করবে।

 

 

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি