মধ্যনগর প্রতিনিধিঃসুনামগঞ্জের মধ্যনগরে ৭৫ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী, পুলিশের হাতে আটক। উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের গোপশ চন্দ্র তালুকদার এর ছেলে, একাধিক মাদক দ্রব্য মামলার আসামি গোপাল চন্দ্র তালুকদারকে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ।
৫ মার্চ গভীর রাতে তাকে আটক করা হয়, মধ্যনগর উপজেলার ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের অর্ন্তগত রাঙ্গামাটি গ্রামের জনৈক কবি রঞ্জন এর বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে, পাকা রাস্তার উপর হতে, মাদক ব্যবসায়ী শ্রী গোপাল চন্দ্র তালুকদার (৩৬) কে গ্রেফতার করে থানা হাজতে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।
এবিষয়ে ওসি মোঃ জাহিদুল হক নাজমুল বলেন, মাদকের গডফাদার গোপাল চন্দ্রকে দির্ঘদিন ধরে হাতেনাতে ধরার চেষ্টা চালিয়ে আসছিলাম, ইতিমধ্যে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। অ
নেক পরিকল্পিত পদক্ষেপ নিয়ে, এসআই সৈয়দ গোলাম সারোয়ার, সঙ্গীয় এএসআই মোঃ আব্দুল আজীম ও ফোর্স সহ থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে, ধৃত আসামী শ্রী গোপাল চন্দ্র তালুকদার (৩৬)কে ৭৫ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে। ওসি মোঃ জাহিদুল হক নাজমুল আরো জানান, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে, ।
Leave a Reply