বিশেষ প্রতিনিধিঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন,‘জননেত্রী শেখ হাসিনার সরকার শ্রমিক বান্ধব সরকার। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই জননেত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়ে তুলছেন।
দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’তিনি আরো বলেন,ডিজিটাল বাংলাদেশ থেকে স্মাট বাংলাদেশের পথে দেশ এগিয়ে যাচ্ছে। আপনাদের সন্তানদের এর অংশ হতে হবে। তারা শ্রমিক না হয়ে নানান শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য কাজ করবে।
শনিবার দুপুরে নেত্রকোনা পাবলিক হলে অনুষ্ঠিত জেলা সিএনজি চালক ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। জেলা সিএনজি চালক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক গাজী মোজাম্মেল হোসেন টুকুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের চেয়ারম্যান অসিত সরকার সজল,নেত্রকোনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক,শ্রম অধিদপ্তরের পরিচালক রাকিবুল হাসান,নেত্রকোনা রেড ক্রিসেন্টের সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ খানসহ জেলা নেতৃবৃন্দ।
এছাড়াও অন্যদের মধ্যে ছিলেন,জেলা সিএনজি চালক ইউনিয়নের জেলার সকল নেতৃবৃন্দ ও সিএনজি চালকগণ।
Leave a Reply