রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন

কেন্দুয়ায় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

রিপোর্টারের নাম:
  • আপডেট : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ২১৪ পঠিত

 

কেন্দুয়া প্রতিনিধি :নেত্রকোণার কেন্দুয়া উপজেলা থেকে দেশীয় তৈরী পাইপগানসহ দুই যুবকে আটক করেছে র‌্যাব-১৪। বৃহস্পতিবার (১১ মে) রাত ৮টার দিকে সান্দিকোনা সাহিতপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।,

গ্রেপ্তার যুবকের হলো উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিদপুর গ্রামের মৃত আরাধন বর্মনের ছেলে সুভ্রত বর্মন (২৮) ও একই গ্রামের মৃত সতিষ চন্দ্র বিশ্বসর্মার ছেলে রিপন চন্দ্র বিশ্বসর্মা (৩৫)। এঘটনায় র‌্যাব সদস্য এসআই মোহাম্মাদ ফখরুল হক বাদী শুক্রবার (১২ মে) কেন্দুয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। মামলা দায়ের পর তাদেরকে নেত্রকোণা আদালত পাঠিয়েছে থানার পুলিশ। ,

মামলার অভিযোগে বাদী বলেন,একটি বিশেষ অভিযানে র‌্যাবের একটি টিম এলাকায় টহলে যায়। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার সাহিদপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদেরকে আটক করে। এসময় তাদের একজনের কাছ থেকে একটি মোবাইল ও দুটি সীমকার্ড জব্দ করে র‌্যাব। .

খবর পেয়ে  স্থানীয় ইউপির চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ থানায় ছুটে যান । পরিবাবের লোকজন দাবী করছেন তারা ষড়যন্ত্রের শিকার হয়েছেন।এ বিষয়ে ধৃত সুভ্রত বর্মনের ছোট ভাই শীতল বর্মণ দাবী করেন, তাদের সাথে এক প্রতিবেশীর জমিসংক্রান্ত বিরোধ চলছে এরই জেরে তাদেরকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে ।,

একই বক্তব্য ধৃত রিপন চন্দ্র বিশ্বসর্মার বড় ভাইয়ের। গ্রামের দুলাল মিয়া ও রাখাল বর্মণ জানান, সুভ্রত বর্মন স্থানীয় সাহিতপুর একজন মিষ্টি ব্যবসা করেন আর রিপন চন্দ্র বিশ্বসর্মার একজন কাঠমেস্ত্রী। মামলা দায়ের পর আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান কেন্দুয়া থানার ওসি আলী হোসেন।

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি