কেন্দুয়া প্রতিনিধি ঃ ঢাকাস্থ ঐতিহ্যবাহী কেন্দুয়া উপজেলা সমিতির ১৩ তম দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
এতে জাতীয় সংসদের মানব সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবা পান্নাকে সভাপতি, সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকেট আবুল হাসনাতকে সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটির যুগ্ম সম্পাদক শাহরিয়ার হোসেন খান ফরহাদকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। গত শুক্রবার ঢাকার কাকরাইলস্থ আইডিইবি ভবনে এক সাধারণ সভায় সমিতির উপদেষ্টা ও সার্চ কমিটির আহবায়ক এডভোকেট সাইদুর রহমান খান পাঠান (মানিক) ও বিদায়ী সভাপতি সার্চ কমিটির সদস্য অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ফারুক আহমেদ এবং
সাবেক সভাপতি সার্চ কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম ভূইঁয়া এই কমিটি অনুমোদন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি শাখাওয়াত হোসেন কবির ও আব্দুল মোমেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহবুব ও মিজাহারুল ইসলাম উজ্জ্বল, কোষাধ্যক্ষ এডভোকেট শাহরিয়ার কবির মোশাররফ, দপ্তর সম্পাদক সৈয়দ মো: সিয়াম, প্রচার সম্পাদক ইঞ্জি: জাহাঙ্গীর আলম ভূইঁয়া, সাংস্কৃতি সম্পাদক এ আর সারোয়ার, সমাজকল্যাণ সম্পাদক মাসুদুর রহমান আকন্দ, মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন সুলতানা নাজু, সম্মানিত সদস্য ড. মো: আলাউদ্দিন, এডভোকেট মতিউর রহমান ভূইঁয়া, অধ্যাপক এরশাদুল ইসলাম সৈকত,
নজরুল ইসলাম ভূইঁয়া (কাষ্টম), মোহাম্মদ রেহান মিয়া, এডভোকেট নজরুল ইসলাম ভূঁইয়া, আলতাব হোসেন খান, মো: গোলাম রাব্বানী (কর কমিশনার), ইঞ্জি: মোস্তফা-ই জামান সেলিম, রোটারিয়ান নাজমুল হাসান, আব্দুল হক (ওসি), রুহুল আমীন, মিজানুর রহমান শাহীন, সারোয়ার জাহান চৌধুরী, আনিসুল হক জুয়েল এবং শাহীনূর আলম সাকি।
অনুষ্ঠানে সমিতির সদস্যগণ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান
Leave a Reply