বারহাট্টা প্রতিনিধি ঃ নেত্রকোণার বারহাট্টায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার উপজেলা সদরের অতিথপুর বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও দ্রব্যমূল্য বেশি রাখার দায়ে এ জরিমানা করা হয় ।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম। তিনি জানান, উপজেলা সদরের অতিথপুর বাজারে অস্বাস্থ্যকরভাবে খাবার রাখা ও দ্রব্যমূল্য বেশী দামে বিক্রয়ের অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বারহাট্টা থানার এস.আই নবী হোসেন সহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম জানান, এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply