বিশেষ প্রতিনিধি।। ১৯৮৭ সনে বিশ্বের সেরা যুবক পুরস্কার প্রাপ্ত জাতীয় তরুন সংঘের প্রতিষ্টাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হকের ৭০ তম জন্মবাষির্কী সারা দেশেও প্রবাসে বছর ব্যাপী পালনের অংশ হিসাবে ১৮ মে বিকালে জেলা শহরের সাকুয়া বাজারস্থ এআরএফবি গ্রন্থাগার
ও গবেষণাগার হল রুমে এআরএফবির জাতীয় তরুন সংঘের যৌথ উদ্যোগে জাতীয় ভিত্তিক যুব ও সমাজ কল্যান প্রতিষ্ঠান জাতীয় তরুণ সংঘের নেত্রকোনা জেলা শাখার সমন্বয় সভা ও জন্মদিন পালিত হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।,
জাতীয় তরুণ সংঘের জেলা কমিটির সম্পাদক আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় তরুণ সংঘের ময়মনসিংহ বিভাগের সহ-সভাপতি ও এআরএফবি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জ্যেষ্ঠ সাংবাদিক দিলওয়ার খান, আলোচনা করেন জাতীয় তরুণ সংঘের জেলা কমিটির সহ – সভাপতি বিমল সরকার, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মাসুদ, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম অসীম, সমাজসেবা সম্পাদক মানিক মিয়া এআরএফবিগ্রন্থাগারের বুক কিপার সুলতানা আকতার, এআরএফবির পরিচালক কাওসার খান রনি,পেশ ইমাম মোহামদ এমদাদুল হক প্রমূখ।
Leave a Reply