বিশেষ প্রতিনিধিঃ “তামাক নয়,খাদ্য ফলান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বুধবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক,শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে, সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল,পুলিশ সুপার ফয়েজ আহমেদ,অতিরিক্ত সিভিল সার্জন ডাঃ অভিজিত লোহ।অন্যদের মাঝে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার,জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তাহমিনা ইয়াসমিন,পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম প্রমূখ। এসময় বক্তারা তামাকমুক্ত দেশ গড়তে সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
Leave a Reply