বিশেষ প্রতিনিধি “সোমবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে রোববার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার শেওড়াতলী গ্রামের রনি মিয়া (২৫), রোকন মিয়া (৫৫), আসাব উদ্দিন (৬০), আসাদ মিয়া ওরফে ছোট্ট (২৭), গাজীউর রহমান (৩৫), বড় বেথাম গ্রামের কানন মিয়া (২৬) এবং সাকিব (১৬)।
স্থানীয় ও পুলিশ জানা গেছে, সম্প্রতি মোহনগঞ্জের বিভিন্ন এলাকায় গরু চুরির হিড়িক পড়ে গেছে। বিশেষ করে হাওর এলাকায় ঘাস খাওয়ার জন্য গরু ছেড়ে দিয়ে সেখান থেকে চুরির ঘটনা বেশি ঘটছে। কুরবানি ঈদকে সামনে রেখে স্থানীয় কয়েকটি চক্র গরু চরিতে সক্রিয় রয়েছে। এদের সাথে বাইরের চক্রের সম্পর্ক রয়েছে।
হাওর থেকে ও রাতে কৃষকের গোয়াল থেকে গরু চুরি করে পিকআপ ভ্যানে করে বিভিন্ন জেলায় নিয়ে এসব গরু বিক্রি করে দেয়। গুরু চুরির ঘটনায় মোহনগঞ্জ থানায় একাধিক জিডি করেছেন স্থানীয় কৃষকরা। পুলিশ গরু চুরি ঠেকাতে নিয়মিত অভিযান চালাচ্ছে। কয়েক দিন আগে শেওড়াতলী গ্রামে ১০-১২ জন কৃষকের গুরু চুরি হয়। এরই প্রেক্ষিতে অভিযানে নামে মোহনগঞ্জ থানা পুলিশ। একে একে ওই সাত
জনকে গ্রেপ্তার করে পুলিশ।মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে গরু চুরি ঠেকাতে পুলিশের অভিযান চলছে।
Leave a Reply