মোহনগঞ্জ সংবাদদাতা: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ১ নং বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের অসহায় গরিব দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ জুন ) সকাল দশ ঘটিকায় পানুর ইউনিয়ন পরিষদ কার্যালয় হতে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী ঈদ উপহার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জি। এ সময় সরকারের বিভিন্ন সহায়তার উপর বক্তব্য রাখেন , ইউএনও ছাব্বির আহমেদ আকঞ্জি ,ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন চৌধুরী, সাংবাদিক কামরুল ইসলাম রতন। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মোহাম্মদ মাসুদ তালুকদার, সাংবাদিক সাইফুল আরিফ জুয়েল, মেম্বার সুমন খান পাঠান, শাহ আলম প্রমুখ। ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন জানান, আমার নিজের টাকা দিয়ে ব্যাগ ক্রয় করে ১০ কেজি চাল ওজন করে রেখে ১৮৮৩ জনের মধ্যে ( ভিজিডি) আমার উপস্থিতিতে বিতরণ করা হচ্ছে ।
সঠিক ওজনে সবাই নির্ভেজাল ভাবে পেতে পারে সেই ব্যবস্থা আমি করে রেখেছি। প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ক্ষেত্রে আমি সার্বিক তত্ত্বাবধান করে থাকি । কোন রকম অনিয়ম করতে কাউকে প্রশ্রয় দেওয়া হয় না।
Leave a Reply