বারহাট্টা প্রতিনিধি ঃ নেত্রকোনার বারহাট্টায় “গাছ লাগান পরিবেশ বাঁচান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বারহাট্টা ক্লাবের উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৩’ উদ্বোধন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বারহাট্টা ক্লাবের আহŸায়ক মাইনুল হক কাসেম। মঙ্গলবার বারহাট্টা উপজেলা পরিষদ চত্বরের সামনে পুকুর পাড়ে ৩টি গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অবপ্রাপ্ত ডিএডি নুর উদ্দিন, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল, ওসি (তদন্ত) স্বপন, বারহাট্টা কলেজের প্রভাষক আমিনুল ইসলাম রিজভী, আটপাড়া কলেজের প্রভাষক মুখলেছুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুস শহীদ খান সেজু প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও সুশীল সমাজের লোকজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বারহাট্টা ক্লাবের আহŸায়ক মাইনুল হক কাসেম জানান, দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সকলকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্যে। আমাদের ক্লাবের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন রাস্তার পাশে ও স্কুল-কলেজের আঙ্গিনায় ১০০০ চারা রোপন করা হবে।
Leave a Reply