মোহনগঞ্জ সংবাদদাতা ঃ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ কাওসার জাহান ঐশি এক মাসের ছুটি নিয়ে ৬ জুন হতে গত ১৩ জুলাই পর্যন্ত অনুপস্থিত রয়েছেন। তিনি বিদেশে স্বামীর কাছে চলে গেছেন বলে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কমপ্লেক্স জুড়ে ব্যাপক গুঞ্জণ রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, স্টাফ ও অন্য চিকিৎসকদের সাথে কথা বলে জানা গেছে, ১৬ মাস আগে চাকরিতে যোগদান করেন এবং বছর খানেক আগে ঐশির বিয়ে হয়েছে।,
তার স্বামী আমেরিকায় থাকেন। তাই দেশে অবস্থানের ছুটি নিয়ে তিনি বেআইনি ভাবে স্বামীর কাছে চলে গেছেন। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি বছরের ৭ মে এক মাসের ছুটিতে যান। সেই হিসেবে ৬ জুন তাঁর কর্মস্থলে যোগদান করার কথা ছিল। কিন্তু ১৪ জুলাই দুপুর পর্যন্ত তিনি যোগদান করেননি। স্বাস্থ্য কমপ্লেক্সে ঐশিসহ মোট ১২ জন মেডিকেল অফিসার রয়েছেন। ঐশির অনুপস্থিত চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।,
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তত একাধিক মেডিকেল অফিসার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ডাক্তার ঐশি অনেকদিন ধরে হাসপাতালে অনুপস্থিত । তাঁদের ধারণা ঐশি স্বামীর কাছে বিদেশ চলে গেছেন। অন্য চিকিৎসরা কেউ ঐশির বিষয়ে সরাসরি মুখ খুলতে রাজি নন। তারা জানেন না ঐশি কোথায় আছেন। চিকিৎসক ঐশির ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসকি মেডিকেল অফিসার (আরএমও) ডা. পার্থ সরকার বলেন, চিকিৎসক ঐশির এক মাসের ছুটি গত জুনের ৫ তারিখ শেষ হয়েছে। তবে এখনো পর্যন্ত তিনি কর্মস্থলে যোগ দেননি। তার মোবাইল নাম্বারও বন্ধ রয়েছে। অসুস্থ’ কিনা বা কোথায় আছেন তার বিষয়ে কিছুই আমরা জানি না।,
মঙ্গলবার দুপুরে এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন বলেন, ছুটি শেষ হওয়ার পরেও অনেক দিন ধরে অনুপস্থিত রয়েছেন চিকিৎসক ঐশি। কোথায় আছেন বা অসুস্থ কিনা সে বিষয়ে আমাদের তিনি লিখিতভাবে অবহিত করেননি। গত মাসের ১৮ তারিখ ডাঃ অলক কান্তি তালুকদার, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা জানান তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।,
তার ইমেইল নাম্বারে ও দ্বিতীয় চিঠি ১৩ জুলাই/২৩ পাঠানো হয়েছে। ডাক্তারের পিতার ময়মনসিংহের ঠিকানায় চিঠি ইমেইল ও করা হয়েছে। চিকিৎসকের অভাবে এদিকে আমাদের চিকিৎসা সেবায় ব্যাঘাত ঘটছে। বিষয়টি সিভিল সার্জন স্যারকে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন বলে জানান। চলে যাওয়ার বিষয়ে অবহিত করলে তিনি বলেন, ঐশি কোথায় আছে সেটা জানি না। তিনি কোন দেশে চলে গেছেন এমন প্রমাণ যেহতেু হাতে নাই, তাই নিশ্চিত করে তো সেটা বলা যাচ্ছে না। তবে বিদেশে গেলে তো কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন আছে। অনুমতি ছাড়া বিদেশ যাওয়ার নিয়ম নেই।
Leave a Reply