মোহনগঞ্জ সংবাদদাতা : নেত্রকোনার মোহনগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচীর আনুষ্টানিকভাবে উদ্বোধন করা হয়েছে।সোমবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থীর মাঝে ২০০ মি.লি করে তরল দুধ বিতরন কার্যক্রমের আনুষ্টানিক উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাব্বির আহম্মেদ আকুঞ্জি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো.আব্দুর রহিমের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলী মূসা জয়ের সঞ্চালনায় অনুষ্টিত এ উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন, উপজেলা লাইভষ্টক এক্সটেনশন অফিসার ডাক্তার আল-আমিন খান, মনিটরিং অফিসার মীর্জা দিলরুবা
, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহা, সমাজ-সহিলদেও ইউপি চেয়ারম্যান আমিনূল ইসলাম খান সোহেল, প্রেসক্লাব সভাপতি এসএম সারোয়ার খোকন, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. রানা আসিফ উসমান, সম্পাদক মো. ইউসূফ আলী, কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আহম্মেদ প্রমূখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply