বিশেষ প্রতিনিধি ঃ-নেত্রকোণার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন শাহেদ পারভেজ। তিনি ২০০৮ সালের ১৬ নভেম্বর পঞ্চগড় জেলায় সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন।
তিনি জয়পুরহাটের কালাই উপজেলার সহকারী কমিশনার ( ভূমি ) হিসাবে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে তিনি বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পাবনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি উপসচিব হিসেবে স্থানীয় সরকার বিভাগে কর্মরত ছিলেন।
জেলা প্রশাসক শাহেদ পারভেজ শিক্ষা জীবনে তিনি পাবনা ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রেডিং থেকে পাবলিক পলিসির উপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে। ২০ জুলাই নেত্রকোনা জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
Leave a Reply