বিশেষ প্রতিনিধি ঃ আমি এমপি হলে পূর্বধলায় রাস্তাঘাট পাকা হয়ে যাবে। আমি যা পারি এমপিরা তা পারে না এটা আমার পাওয়ার। পূর্বধলায় কতো এমপি আসবে যাবে কিন্তু আমার মতো পাচঁবার কেউ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হতে পারবে না।
বৃহস্পতিবার বিকালে পূর্বধলা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডেও বাঘবেড় স্কুল মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য আজিম খাঁ অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার, জেলা পরিষদের সদস্য ও যুব মহিলালীগের আহবায়ক শাহানাজ পারভীন, সাবেক ছাত্রনেতা আবুল কালাম তালুকদার, উপজেলা কৃষকলীগের আহবায়ক আইয়ুব আলী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল, আঘিয়া ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার হোসেন চৌধুরী,জারিয়া ইউনিয়নের চেয়ারম্যন আমিনুল ইসলাম নান্টু, সাবেক ছাত্র নেতা ও ঘাগরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম রানা,সাবেক ছাত্র নেতা সারোয়ার হোসেন খোকন, মনিকর্মকারসহ ওয়ার্ড , ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply