বিশেষ প্রতিনিধি ঃ বিএনপির এক দফা সরকার পতনের আন্দোলনে নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব রোটারিয়ান এম নাজমুল হাসান এর নেতৃত্বে ঢাকার মৎস ভবন থেকে কয়েক হাজার নেতা কর্মীসহ একটি বিশাল মিছিল নিয়ে কেন্দ্রীয় সমাবেশে যোগদেন।.
এ সময় কেন্দুয়া-আটপাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। রোটারিয়ান এম নাজমুল হাসান বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শের রাজনীতি করি শিক্ষা জীবন থেকে। দলের দুঃসময়ে এখন এলাকায় গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষকে জাতীয়তাবাদী চেতনায় উদ্ভুদ্ধ করছি।তাই আজ আমার এলাকা আটপাড়া-কেন্দুয়ার কয়েক হাজার মানুষ বিএনপির এই সমাবেশে যোগ দিয়েছে।
Leave a Reply