বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা – ২০১৮ ( ২৩ নভেম্বর ২০২০) পর্যন্ত সংশোধিত, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ২১/০৬/২০২৩ খ্রি. সর্বশেষ পরিপত্র মোতাবেক জয়পুর জামিলাতুল উলুম দাখিল মাদ্রাসা, ডাকঘরঃ জয়পুর, উপজেলাঃ মোহনগঞ্জ, জেলাঃ নেত্রকোনা এর জন্য শূন্যপদে একজন ইবতেদায়ী প্রধান, ফাজিল /সমমান ডিগ্রীধারী, ইবতেদায়ী মৌলভী পদে ৮ বছরের অভিজ্ঞতা অনুর্ধ ৩৫ বছর ( সম পদের ইনডেক্সধারীদের জন্য বয়স সীমা শিথিলযোগ্য) / ইবতেদায়ী প্রধান পদে নিবন্ধনধারী। বেতন গ্রেড ১১ আবশ্যক।,
২ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সুপার বরাবর আবেদন করুন। সুপার # ০১৭১৮ ৭৫১৯২৮
Leave a Reply