বিশেষ প্রতিনিধি : নেত্রকোণা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসক শাহেদ পারভেজ এরঁ সভাপতিত্বে এ সভা অুনুষ্ঠিত হয়। রবিবার সকালে নেত্রকোণায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলাসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিশদ আলোচনা অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়া, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরুল আমিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, জেলা রেডক্রিসেন্ট সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকুসহ জেলা ও উপজেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply