মোহনগঞ্জ সংবাদদাতা : নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌরসভার সীমানায় দৌলতপুর ট্রলার ঘাটে ধান ভর্তি ট্রলার গভীর রাতে তলিয়ে যায়। চালকসহ পাঁচজনের মধ্যে রিপোর্ট লেখা পর্যন্ত একজন নিখোঁজ রয়েছে । ডুবুরি দল উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।,
জানা যায়, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রফি নগর ইউনিয়নের মাসুমপুর থেকে ধান ভর্তি ট্রলার মোহনগঞ্জ পৌরসভার দৌলতপুর সীমানায় ট্রলার ঘাটে রাত আটটায় এসে পৌঁছে। আনুমানিক রাত তিনটায় বিকট শব্দ হয়ে নৌকায় দ্রুত পানি উঠে তলিয়ে যায় ।,
নৌকায় থাকা পাঁচ মাঝির মধ্যে চারজন পাড়ে উঠতে পারে । অপর জন মাসুমপুর এর রেজাউল ইসলাম ওরফে শিরোমনি (২৫) পানিতে তলিয়ে যায় । এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। ,
মোহনগঞ্জ থানার এস আই পিন্টু জানান তিনটা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোন সন্ধান পাওয়া যায়নি। মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, ময়মনসিংহ থেকে ডুবুরি দল এসেছে উদ্ধার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। তবে নিখোঁজ ব্যক্তির কোন সন্ধান পাওয়া যায়নি। তিনি আরো বলেন উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply