রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

মোহনগঞ্জে সাবেক গণপরিষদ সদস্য ডাঃ আখ্লাকুল হোসাইন আহমেদের স্মরণ সভা

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৪৫৮ পঠিত

বিশেষ প্রতিনিধি : নেত্রকোণার মোহনগঞ্জে সাবেক গণপরিষদ সদস্য ডাঃ আখ্লাকুল হোসাইন আহমেদের স্মরণ সভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, নেত্রকোণার মাটি আওয়ামী লীগের ঘাঁটি। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণার ৫টি আসনে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে আমরা উপহার দিব, বক্তারা আরো বলেন, দেশে বিদেশে আওয়ামী লীগকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তাই সবাইকে সর্তক থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।,

সোমবার মোহনগঞ্জের হাসপাতাল রোডস্থ সৌখিন কমিউনিটি সেন্টারে ডাঃ আখ্লাকুল হোসাইন আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকীতে প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোণা- ৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর গোলাম কবীর, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ,সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আমিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান অসিত সরকার সজল, নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক নূর খান মিঠু, মোহনগঞ্জ আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লতিফুর রহমান রতন, মোহনগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল, খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী জব্বার, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল কবীর খোকন, খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগ সভাপতি অসিত বরণ সরকার, মদন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস সহ প্রমুখ। এতে সভাপতিত্বে করেন ডাঃ আখ্লাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক।,

এর আগে মরহুমের মৃত্যুবার্ষিকীতে কালো ব্যাজ ধারণ, জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও মরহুমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালী, মরহুমের কবর জিয়ারত, দোয়া মাহফিল, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও অন্যান্য আঙ্গীকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি