বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনায় ধর্মীয় ভাবগাম্বীর্যে নানা আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম আর্বিভাব তিথিতে জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে বুধবার সকালে শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।,
পরে আখড়া প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির উদ্যোগে চার দিনব্যাপী উৎসবের উদ্ধোধন করেন, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মো: ফয়েজ আহম্মেদ,,
জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসীত সরকার সজল, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম, সাধারন সম্পাদক এডভোকেট শামসুর রহমান লিটন , আওয়ামীলীগ নেতা প্রশান্ত কুমার রায় প্রমুখ। ,
উৎসব উদযাপন কমিটির সভাপতি চন্দন কুমার সরকারের সভাপতিত্বে নরসিংহ জিউর আখড়া প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ব মানবতার জয়গানের জন্যেই শ্রীকৃষ্ণের নির্দেশিত পথ অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তরা। শেষে অনুষ্ঠানে যোগ দেয়া ভক্তবৃন্দের জন্য কল্যাণ প্রার্থনা করা হয়।
Leave a Reply