সরকারি বিধিমোতাবেক গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয় , ডাকঘর-গোবিন্দশ্রী, উপজেলা-মদন, জেলা-নেত্রকোনা এর এমপিও নীতিমালা ২০২১ অনুযায়ী জে এস সি /জে ডি সি পরীক্ষায় উত্তীর্ণ ০১ (এক) জন অফিস সহায়ক পদে লোক নিয়োগ করা হবে।,
আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ১ হাজার টাকা ব্যাংক ট্রাফট , সোনালী ব্যাংক মদন শাখা হিসাব নং ৩৫১০১০০০০৩৫৫২ (অফেরত যোগ্য), তিন কপি ছবি ও প্রয়োজনীয় কাগজ পত্রসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে।
প্রধান শিক্ষক
গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়,
মদন, নেত্রকোনা।
Leave a Reply