বিশেষ প্রতিনিধি : নেত্রকোণায় সোমেশ্বরী নদী রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নেত্রকোণা সার্কিট হাউস কনফারেন্স রুমে এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), পানি অধিকার ফোরাম, আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ এর যৌথ উদ্যোগে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা’ র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।,
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা প্রশাসক শাহেদ পারভেজ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান, সড়ক ও জনপথ নেত্রকোণার নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল নূর সালেহীন, ৩১ বিজিবি নেত্রকোণার সহকারী পরিচালক আউয়াল হোসেন, পরিবেশ অধিদপ্তর নেত্রকোণার সহকারী পরিচালক আবু সাইদ, নেত্রকোণা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আতাউর রহমান মানিক।,
আরও বক্তব্য রাখেন শিকড় উন্নয়ন কর্মসূচি’র পরিচালক মো. রফিকুল ইসলাম আপেল, দূর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ হক, দূর্গাপুর পৌরসভার প্রতিষ্ঠাতাকালীন চেয়ারম্যান কামাল পাশা, দৈনিক জননেত্র সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক জেলা প্রেসক্লাব নেত্রকোণা আলহাজ্ব এম. মুখলেছুর রহমান খান, চ্যানেল আই নেত্রকোণা প্রতিনিধি জাহিদ হাসান, নেত্রকোণা সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ ইমরান, প্রথম আলো নেত্রকোণার জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, শিক্ষক ও সমাজকর্মী বাঁধন খান ববি, বেলা’র বিভাগীয় সমবয়কারী গৌতম চন্দ্র চন্দ , বেলা’র হেড অব প্রোগ্রাম ফিরোজুল ইসলাম মিলন, বেলা’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর এএমএম মামুন প্রমূখ।,
শুরুতে পরিচয় পর্ব শেষ করে সোমেশ্বরী নদীর উপর প্রবন্ধ উপস্থাপন করেন এআরএফবি’র চেয়ারম্যান দিলওয়ার খান এবং একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।সোমেশ্বরী নদী রক্ষায় উপস্থিতির মুক্ত আলোচনা, দাবী দাওয়া পেশ করা হয়। নদীটি রক্ষায় উপস্থিত সকলে বিভিন্ন প্রস্তাব পেশ করেন।
Leave a Reply