বিশেষ প্রতিনিধি ঃ দেশের বহুল প্রচারিত দৈনিক কালবেলা পত্রিকার নবযাত্রার একযুগ পূর্তি উপলক্ষে গতকাল কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হল রুমে বিশিষ্ট মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী’র সভাপতিত্বে এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক।,
জেলা প্রতিনিধি হানিফ উল্লাহ আকাশ ও কেন্দুয়া উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ,সিনিয়র সাংবাদিক ছাড়াকার শ্যামলেন্দু পাল,বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিধি এম ফখরুল হক,নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান, নেত্রকোনা সদর থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুল হক,একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটির সাধারণ সম্পাদক ভিপি শাহীন,বঙ্গবন্ধু পরিষদের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার জহির লিটন,নেত্রকোনা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান,নেত্রকোনা জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিব ইবনে হান্নান হৃদমসহ অন্যরা। ,
এ সময় বক্তারা কালবেলার পাঠকপ্রিয় হওয়ার নানাদিক তুলে ধরে বক্তব্য রাখেন ও পত্রিকাটির উত্তরউত্তোর সমৃদ্ধি কামনা করেন। এ সময় জেলা বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
Leave a Reply