শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন

নেত্রকোনার বিভিন্ন পুজা মন্ডপ পরির্দশন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

রিপোর্টারের নাম:
  • আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৪০ পঠিত

বিশেষ প্রতিনিধি ঃ নেত্রকোনার বিভিন্ন পুজা মন্ডপ পরির্দশন করেছেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ ও পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন নেত্রকোণা পৌর মেয়র নজরুল ইসলাম খান, উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম, পূজা উদযাপন কমিটির নেতা নির্মল কুমার দাস, জ্ঞ্যানেশ চন্দ্র সরকার, লিটন পন্ডিত সহ অন্যান্য নেতৃবৃন্দ। সুষ্ঠু এবং আনন্দঘণ পূজা উদযাপনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জানান আয়োজনকারীরা।,

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। বছর ঘুরে মর্ত্যে আসছেন মা দুর্গা। মায়ের আগমনকে কেন্দ্র করে মাসজুড়ে চলছে নানা আয়োজন। দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বরণ করতে সারাদেশের মতো নেত্রকোনাবাসীও উৎসব আনন্দে মেতে উঠেছে। এ বছর নেত্রকোনায় বেড়েছে দূর্গা মন্ডপের সংখ্যা। পাড়া-মহল্লায় প্রতীমা তৈরিতে দিন রাত কাজ করে প্রতীমা তৈরী করেছে কারিগররা। নিপুন হাতে কাঠ, বাশঁ, বন ও মাটির পরশে তৈরী করেছেন দূর্গা প্রতিমা। এবার দেবী ঘোড়ায় আগমণ ঘোড়ায় গমন জানান আয়োজনীয়রা।.

এবছর জেলার ১০ উপজেলায় ব্যাক্তিগত, স্থায়ী মন্দির ও অস্থায়ী মন্ডপে ৫৬০টি দূর্গা পুজার আয়োজন করা হয়েছে। সম্প্রিতির জেলা নেত্রকোনায় প্রতি বছরের মতো এবারো সুষ্ঠু এবং আনন্দঘণ পূজা হবে এমনটাই দাবী পুজাঁ উদযাপন পরিষদের। নেত্রকোনার পুলিশ সুপার মোঃ ফয়েজ বলেন, দুর্গাপূজাকে ঘিরে জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মÐপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গোয়েন্দা নজরদারি রয়েছে। জেলাবাসীকে সুন্দর একটি উৎসব উপহার দিতে পূজার শেষদিন প্রতিমা বিসর্জন পর্যন্ত নজরদারির এ ব্যবস্থা জোরদার থাকবে।

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি