বিশেষ প্রতিনিধিঃ গত ২৮ অক্টোবর বিএনপি জামায়াতের মহা সমাবেশে ঢাকায় নিহত বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারেভেজ হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিভোক্ষ সমাবেশ অনুষ্টিত হয়েছে নেত্রকোনায় । ,
গতকাল মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নেত্রকোনা জেলা শাখার আয়োজনে, মুক্তিযোদ্বা কমপ্লেক্স ভবন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে প্রতিবাদ সমাবেশ করে। এর আগে হত্যাকান্ডের দোষী ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করে তারা। ,
নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খায়রুল ইসলাম বাবুলের সভাপতিত্বে হত্যাকারীদের সর্বোচ্চ বিচার চেয়ে বক্তব্য রাখেন,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান (ভিপি) লিটন, জেলা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গাজী মোর্তজা হোসেন কামাল,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম খান জামি,জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন,গাজী মোবারকসহ অন্যরা। এ সময় জেলা শহরের বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply