শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কেন্দুয়া ডিগ্রি কলেজে সকালে অধ্যক্ষ নিয়োগ আদেশ বিকেলে বাতিল খালিয়াজুরীর প্রকাশনাথ পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নেত্রকোণায় প্রজনন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত খালিয়াজুরীতে নব নিযুক্ত ইউএনও যোগদান উপলক্ষে মতবিনিময় খালিয়াজুরীতে বিএনপি’র সম্মেলনে সভাপতি স্বাধিন-সম্পাদক কেষ্টু কলমাকান্দায় ভর্তুকির হারভেস্টার বল প্রয়োগে অন্য উপজেলায় প্রদানের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে মোহনগঞ্জে সরকারি কর্মচারী ক্লাবের সভাপতি মিজান, সম্পাদক কালাম নেত্রকোণার মিতালী সংঘের ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু খালিয়াজুরি উপজেলা বি.এন.পির সম্মেলন ২৮ জানুয়ারি মোহনগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে মুরগী ও হাঁসের খাদ্য বিতরণ

মহুয়া সাহিত্য টিপস্

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৩৬২ পঠিত

মহুয়া সাহিত্য টিপস্

 

‘জননেত্রী’

-আশরাফুল আলম

বীরের ঘরে বীর জন্মে দিনের বুকে আলো।
রাতের বুকে চাঁদ হাসে বলে কে আছে কালো।
দেশ রত্ন শেখ হাসিনা মোদের আশার আলো।
মা হারালো বাবা হারালো কলিজার শেখ রাসেল।
কামাল বুঝি বলতো হেঁসে আমার হাসু আপু।
নিষ্ঠুর হত্যা দেখে বিশ্বও কেঁদেছিল এক সুরে।
তবুও হাল ছাড়েনি বাবার পর ধরেছে তরীর বৈঠা।
দুর্যোগে ঘুর্ণি পাকে থেকেছে অবিচল গণ মানুষের নেতা।
বিশ্বের মুখে শুনি আজ এক জয় ধ্বনি ভাই, মানবতার মা।
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া শিক্ষার মা উপাধি পাওয়া।
তুমি শেখ হাসিনা।

তুমি উদ্দামে উল্লাসে কাঁপা।
সাহসী নারী বীর কন্যা প্রীতিলতা,
রোকেয়া,সুফিয়া কামাল।
বঙ্গবন্ধু দিল দেশ।
তুমি দিলে উন্নয়ন।
১৮ কোটি জনতার তুমি জননী।
তুমি উচ্ছ্বাস।
তুমি চেতনা।
তুমি শক্তি।
সকল অপশক্তির বিরুদ্ধে।
শক্ত হয়ে দাঁড়িয়েছ বলে।
দেশ আজ টায় নিল বিশ্বের বুকে।
এখন শুধু অপেক্ষার ক্ষণ গননা শুরু।
মিলে মিশে গড়বো হেসে সোনার বাংলা “বঙ্গবন্ধু “।

 

 

‘আমার সোনার বাড়ী’
-সৈয়দা আসমা উল হোসনা

আমার সোনার বাড়ী সোনার ঘর।
ছাইরা যাইব দু’দিন পর ,
কেউ তো আমায় মনে রাখবে না,
আমার জীবন সাথী তুমি থাকবা না।

এক মুহুর্তেই ফুরিয়ে যাবে,
এই দুনিয়ার রং তামাশা।
ঘূর্ণিঝড় আর সাইক্লোন এসে,
ভেঙে দিবে আমার থাকার বাসা।

তাই তো বলি মন রে তোমায়,
তৈরী হও যাবে আসল জায়গায়।
ভাই বিরাদর বন্ধু বান্ধব,
স্বামী পুত্র ধন।
ছাইরা থাকবে এই দুনিয়ায়,
হইয়া মানিক ও রতন।
কিসের এত বাহাদুরি কিসের এত অহংকার,
আসল সাথী হবে রে জঙ্গলের বাঁশঝার।
স্বজনপ্রীতি চলে নারে চলে না টাকা পয়সার বিনিময়,
সোনার বাড়ী ছাইড়া যাইবে,
মনে রাইখো ভয়,
সেদিন বেশী দূরে নয়,
কি জানি কি হয়।

আমি যদি নারী হতাম’
-শিহাব আহম্মাদ

আমি যদি নারী হতাম আজকের সভ্যতায়;
তবে কেমন হতো স্টেশনের সেই নির্মম অকথ্য তিরস্কার।
রাস্তার পাশ দিয়ে হেঁটে আসা যুবকের ফুসফুস নষ্ট করে দেয়া,
আবেগের ধোঁয়ার স্বাদ কেমন হতো?
কেমন হতো সেই প্রেমের নামে বার বার,
ধর্ষীতা হবার নির্মম প্রতারনা;
কলেজের ফাঁকে ক্যানভাসে বসা আমায় দেখে,
তরুণদের উত্তেজনাপূর্ণ দেহ কেমন হতো আজ।
আমি যদি নারী হতাম আজকের সংসারে;
দশম শ্রেণী পাস দিতে না দিতেই প্রস্তাব আসত ,
আমার বিয়ের;
বনিয়াদী পরিবারে নির্দ্ব›েদ্ব বিয়েও হয়ে যেত,
অথচ বিয়ের পরপরেই শুরু হতো যৌতুক অভিযান,
উনারা জানেন না;
বনিয়াদী পরিবারে যৌতুকের নির্মমতা বেশি;
নিপীড়িত হয়ে এক সময় নির্বাসিত হতাম
পিতা কিংবা ভাইয়ের সংসারে।
আমি যদি নারী হতাম আজকের এই হীন সভ্যতায়;
নষ্ট হতাম প্রতিদিন বলবান পুরুষের যৌন উত্তেজনায়।
সমাজের মুখে বেশ্যা প্রমানিত হতাম আর ,
জনতার মুখে নষ্টা।
আমি সভ্যতার এই অগ্রযাত্রায় নারী হয়ে জন্ম নিলে।

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি