বিশেষ প্রতিনিধি: হাওর বেষ্টিত নেত্রকোনা জেলা, শীতকালে পাখিদের আগমন উপলক্ষে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনায় ৫ শত একর উন্মুক্ত জায়গায় গ্রীন ভয়েজ. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শাখার উদ্যোগে গত ২৬ নভেম্বর পাখিদের আবাসস্থল নির্মাণ করেছে।,
পাখির আবাসস্থল তৈরি নেতৃত্বদেন: আন্নিকা আক্তার চৈতী, আফরিনা মিম,নাসরিন সেঁজুতি।এ সময় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস-শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক মো:ইসমাইল হোসেন, গাছে পাখির বাসা ঝুলানোর কাজ করেন গ্রীন ভয়েস এর সদস্য মো: স্বপন আহমেদ, এছাড়াও উপস্থিত ছিলেন শৈলী, ঐশ্বর্য, দিলুয়ার হোসেন, সজীব মজুমদার, মেহেদী হাসান,তৌহিদ আক্তার, প্রদীপ, পুনম, রাফি, রবিন, জাকিরুল, সুমাইয়া, দেবাদ্রিতা, অর্পিতা প্রমুখ অতিথি পাখিদের আমন্ত্রণ জানানোর জন্য পাখিদের বসবাস উপযোগী মাটির হাঁড়িতে বিশ্ববিদ্যালয়ের গোবিন্দপুর সহ আশ পাশ্বের এলাকায় আবাসস্থল তৈরি করা হয়েছে।,
গ্রীন ভয়েজ আশা করছি এই বছর প্রচুর পরিমাণ অতিথি পাখি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আগমন করবে।পাখিদের নিরাপত্তার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছেন ।
Leave a Reply