বিশেষ প্রতিনিধি ঃ নেত্রকোণা জেলা তথ্য অফিস এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে সদর উপজেলার হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা ও মতবিনিময় সভা গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নেত্রকোণা। ,
সভাপতিত্ব করেন ডা. এম এ খালেক আকন্দ, সাবেক চেয়ারম্যান, লক্ষিগঞ্জ ইউনিয়ন পরিষদ ও সভাপতি হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আল ফয়সাল, উপ-পরিচালক, জেলা তথ্য অফিস, নেত্রকোণা।,
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তানিয়া তাবাসসুম, উপজেলা নির্বাহী অফিসার, নেত্রকোণা সদর, মো: আজহারুল হক, চেয়ারম্যান লক্ষিগঞ্জ ইউনিয়ন পরিষদ ও প্রধান শিক্ষক, হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চ বিদ্যালয়। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন মোহাম্মদ ইনচান উদ্দিন, জেলা তথ্য অফিস, নেত্রকোণা।,
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযোদ্ধের উপর চলচ্চিত্র/প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভা শেষে জেলা তথ্য অফিসের নিজস্ব শিল্পীবৃন্দ এবং বিদ্যালয়ের ছাত্রীরা সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানে ৪ শতাধিক নারী পুরুষ, কিশোর-কিশোরী অংশগ্রহণ করে।
Leave a Reply