সরকারী বিধি মোতাবেক শিবপ্রসাদপুর দাখিল মাদরাসা, ডাকঘর: দেওপুর, উপজেলা+জেলা: নেত্রকোণায় এর জন্য শুন্য পদে গ্রেড-৭ স্কেল-২৯,০০০ একজন সুপার নিয়োগ করা হবে।
উক্ত পদের জন্য আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় কাগজ পত্রসহ সভাপতি বরাবরে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ১৫০০ টাকার পোষ্ঠাল অর্ডার (অফেরতযোগ্য) সহ আবেদন পৌঁছাতে হবে।
উল্লেখ্য যে পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই।
–সভাপতি
Leave a Reply