বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী ওয়াই হাফিজিয়া দাখিল মাদ্রাসা, ডাকঘর: গড়াডোবা, উপজেলা: কেন্দুয়া, জেলা: নেত্রকোণার জন্য শূন্য পদে একজন সুপারিনটেনডেন্ট, যোগ্যতা বিধি মোতাবেক দাখিল মাদ্রাসায় সহকারী মৌলভী হিসেবে ০৯ বছরের অভিজ্ঞতা এবং সহকারী সুপারিনটেনডেন্ট হিসেবে ০৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন (বেতন গ্রেড-৭, স্কেল- ২৯০০০/- টাকা) আবশ্যক।
অগ্রহী প্রার্থীদেরকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ৩ কপি রঙিন ছবি, প্রথম ও সর্বশেষ এমপিও কপি, ২০০০ টাকার পোষ্টাল অর্ডার (অফেরত যোগ্য) ও প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ সভাপতি বরাবর আবেদন করুন ।
-সভাপতি
০১৭১৭৮৪৫৬৬২
Leave a Reply