বিশেষ প্রতিনিধি : নেত্রকোনার মোহনগঞ্জে “প্রবাসীর কল্যাণ, মর্যাদা আমাদের অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার” এই শ্লোগানকে সামনে রেখে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে “দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত” এ সেমিনারটি গতকাল উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত হয়।,
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং নেত্রকোনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।,
অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র লতিফুর রহমান রতন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. লেহাজ উদ্দিন। ,
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ দত্ত, ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, মোহনগঞ্জ পেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মাসুম আহমেদ ,হাফিজুর মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রফিকুর রহমান, মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলাল মিয়া , টি টি সি”র প্রশিক্ষক এস এম ছাদরুল কবির প্রমূখ।
Leave a Reply