বিশেষ প্রতিনিধি ঃ-“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে, নেত্রকোণায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
১৮ এপ্রিল সকালে নেত্রকোণা শহরের জয়নগরস্থ নেত্রকোণা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য, নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু।
সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা পরিষদ চেয়ারম্যান প্রতিরোধযোদ্ধা অসিত কুমার সরকার সজল, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওয়াহেদুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মুনা, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী প্রমুখ।
এ সময় অতিথিগণ প্রাণীসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে প্রদর্শনী প্রাঙ্গন পরিদর্শন করেন। এতে অংশগ্রহনকারীগণকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
Leave a Reply