বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা একুশে পদকপ্রাপ্ত কবি ড.কামাল আবদুল নাসের চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (নেত্রকোনা) উপাচার্য অধ্যাপক ড.গোলাম কবীর, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অজয় দাসগুপ্ত, শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র কল্যাণ ট্রাস্ট বোর্ডের সদস্য প্রফেসর ড. মোঃ মঞ্জুরুল আলম,নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ, নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো.ফয়েজ আহমেদ, মোহনগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শহীদ ইকবাল ও পৌর মেয়র লতিফুর রহমান রতন। এসময় উপজেলার জনপ্রতিনিধি,বিভিন্ন পেশাজীবি,শিক্ষক,কর্মকর্তা,সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবির।
আলোচনা সভায় বক্তারা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন আলোচনা তুলে ধরেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply