বিশেষ প্রতিনিধি : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে নেত্রকোনার জনপ্রিয় ব্যান্ড “পাঠশালা” এর মিউজিক ব্ল্যাক রোজ এলবামে “তারা” গান রিলিজ হয়েছে ।
গানটির সুর ও সংগীত করেছেন পাঠশালা ব্যান্ডের ভোকালিস্ট জাকারিয়া খান রিজন। ভিডিও পরিচালনা করেছেন “তাজিম রহমান” এবং মিউজিক পরিবেশন করেছেন অনিরুদ্ধ শুভ ও পাঠশালা টিম।সহযোগিতায় ছিল শিয়ান সাউন্ড ও উদ্ভাস স্কোয়াড।
গানটি তাদের “Pathshala Bangladesh” এর অফিসিয়াল ইউটিউব ও ফেসবুক চ্যানেলে ৮ জুন সন্ধ্যা ৭ টায় প্রকাশ করে।
Leave a Reply