নেত্রকোণায় নানা আয়োজনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৩ জুন সকালে জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন ছোটবাজার দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন। পরে ১১ টায় দলীয় কার্যালয় থেকে দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহিদ মিনারে সমাবেশে মিলিত হয়।
কর্মসুচিতে জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, আওয়ামীলীগ নেতা বীর মু্ক্তিযোদ্ধা অসিত সরকার সজল, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, হাবিবা রহমান খান শেফালি, প্রশান্ত কুমার রায়, নুর খান মিঠু, মারুফ হাসান খান অভ্র, আতাউর রহমান মানিক, মুজিবুল আলম হীরা, ভজন সরকার, হাফিজুর রহমান খান, গাজী মোজাম্মেল হোসেন টুকু, গাজী মোর্তজা হোসেন কামাল, অর্পিতা খানম সুমি, মাসুদ খান জনি, জামিউল ইসলাম জামি।
ছাত্রলীগ নেতা রবিউল আউয়াল শাওন, সোবায়েল আহমেদ খানসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ অংশগ্রহন করেন। এছাড়াও ২৪ জুন জেলা আওয়ামীলীগের আয়োজনে নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হয়। এবং ২৫ জুন দত্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিক্যাল সেবা প্রদান করা হয়।
Leave a Reply