জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রভাতী শাখার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রচনা প্রতিযোগিতায় জেলায় প্রথম স্থান অধিকার করে। গত রবিবার দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ’র নিকট থেকে সাবিহা ইসলাম (সাবা ) পুরষ্কার গ্রহণ করে । জানা যায়, গত ১৪ই মে নেত্রকোনায় মাদককে রুখবো স্মার্ট বাংলাদেশ গড়ব প্রতিপাদ্য বিষয়ে নেত্রকোনা জেলা শহরে একটি উচ্চ বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শাখার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাবিহা ইসলাম সাবাসহ জেলার অনেকেই এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা জেলার তত্ত্বাবধানে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানটি সম্পন্ন হয় জেলা শহরের একটি হাই স্কুলে । রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস এর মাদক বিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গ্রুপ- ক-জেলায় প্রথম স্থান অধিকার করায় সাবিহা ইসলামকে জেলা কর্মকর্তাদের উপস্থিতিতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।
এ সময় জেলা প্রশাসকের সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শামীম আল ইমরান ,নেত্রকোনা পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান, মোহনগঞ্জ পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্র, নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক প্রমুখ । মোহনগঞ্জ পাইলট স্কুল মসজিদ সংলগ্ন বসবাসরত সাবার পিতা সাংবাদিক মোঃ কামরুল ইসলাম রতন, মাতা শামরীন জাহান শিল্পী । কয়েক মাস আগে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে মোহনগঞ্জ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে পুরস্কার গ্রহণ করে নেত্রকোনা -৪ আসনের এমপি ও বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসানের কাছ থেকে। এছাড়াও সাবা স্কুলে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে।
Leave a Reply