সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন

খালিয়াজুরীর আওয়ামীলীগের ৪৩ নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ

মো: হাবিবুল্লাহ
  • আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ পঠিত

খালিয়াজুরী প্রতিনিধিঃ নেত্রকোনা জেলাধীন খালিয়াজুরী উপজেলার বাংলাদেশ  জাতীয়তাবাদী দল বিএনপির অফিস কার্যালয় বিগত ২৫ ডিসেম্বর  ২০১৮ ইং সনে ভাঙচুরসহ অগ্নিসংযোগের অভিযোগে একটি মামলা  করা হয়। উপজেলার  সদর ইউনিয়নের যুবদল নেতা মইনুল ইসলাম  তালুকদার  (রিকন) বিগত ১৮ সেপ্টেম্বর  ২০২৪ ইং তারিখে খালিয়াজুরী উপজেলার সাবেক ও বর্তমান ০৮ জন চেয়ারম্যান সহ প্রায় ৪৮ জন আওয়ামী লীগের নেতা কর্মীকে আসামি করে খালিয়াজুড়ি থানায়  এ মামলাটি দায়ের করেন ।

মামলাটি ২০ সেপ্টেম্বর ২০২৪ ইং  তারিখে অত্র থানায় নতি ভূক্ত হয়।  মামলার নং ০৭।  বিগত কিছুদিন আগে মামলার আসামিগণ হাইকোর্ট থেকে জামিনে মুক্ত ছিল।  গত ২৪ ডিসেম্বর    উল্লেখিত আসামিগণের  মধ্যে  নেত্রকোনা জেলা জজের নিম্ন  আদালতে ৪৪জন আসামী হাজির হলে, মাননীয় আদালত ৪৩ জন  আসামিকে জেল হাজতে প্রেরণ করেন। মিজানুর রহমান নামের ০১ জন আসামিকে জামিন মঞ্জুর করেন।  সাদেক চৌধুরী ও ইদ্রিস মিয়া  পূর্বে জামিনে মুক্ত ছিলেন। এখনো দুইজন আসামি পলাতক রয়েছে।

উল্লেখ্য যে সাবেক উপজেলা চেয়ারম্যান সোয়েব সিদ্দিক, ১ নং মেনদিপুর ইউনিয়নের সাবেক  চেয়ারম্যান হায়দার জাহান  চৌধুরী সবুজ, ও লোকমান হেকিম, ২ নং চাকুয়া  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  রহমত আলী ও বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ , ৩ নং খালিয়াজুড়ি  সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছানোয়ারুজ্জামান জুসেফ ও বর্তমান চেয়ারম্যান আবু ইসহাক,এবং   গাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান সহ মোট আটজন চেয়ারম্যান সহ ৪৩ জন আওয়ামীলীগের নেতাকর্মীকে জেল হাজতে প্রেরন করে জেলা জজ আদালত।

এ বিষয়ে খালিয়াজুরী থানা অফিসার ইনচার্জ  মকবুল হোসেন জানান, আমি শুনেছি ৪৩ জন আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে,। পলাতক দুইজন আসামিকে গ্রেফতার করার জন্য অভিযান চলছে।  এ বিষয়ে মামলার বাদী মইনুল ইসলাম তালুকদার রিকন এর সাথে কথা হলে, তিনি বলেন আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে আমি খুশি হয়েছি, কিন্তু তাদের যেন সুষ্ঠ বিচার করা হয়, আমি আদালতের কাছে দাবী করছি।

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি