বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণার ঐতিহ্যবাহী মিতালী ক্লাবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও মিতালী উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ গত ২৪ জানুয়ারি শহরের মুক্তারপাড়াস্থ মুধুমাছি কঁচি কাঁচা বিদ্যানিকেতন প্রাঙ্গনে শুরু হয়েছে।
প্রথম দিন কাল বৈশাখী একাডেমি (১) বনাম রাইজিং স্টার (২) এ’দুটি টিমের খেলার মাধ্যমে উক্ত টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। উক্ত টুর্নামেন্টে একক, দৈত, পুরুষ, উন্মুক্ত, পুরুষ, একক বালক, দৈত বালক, একক ৪৫ ঊর্ধ্ব , ৫৫ ঊর্ধ্ব ও মেয়েদের টিমও খেলায় অংশগ্রহণ করবে।
আগামি ০৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। উক্ত উদ্বোধনী খেলায় মিতালী সংঘের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, খেলোয়াড় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিদিন সন্ধ্যার পর এই টুর্নামেন্টের খেলা শুরু হয়ে থাকে।
Leave a Reply