বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ নির্বাচিত সদস্য, নেত্রকোণা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির বার বার নির্বাচিত সেক্রেটারী ও নেত্রকোণা সরকারী কলেজের সাবেক ভিপি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেনটুকু’কে একাধিক মামলায় গ্রেফতার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার রাত ৩ ঘটিকার সময় মোক্তাপাড়াস্থ নিজবাসা থেকে গ্রেফতার করা হয় তাকে। নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম মঙ্গলবার রাত ৩টার দিকে মোক্তারপাড়া বাসা থেকে গাজী মোজাম্মেল হোসেন টুকুকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গত ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই গাজী মোজাম্মেল হোসেন টুকু আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
Leave a Reply