বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :

বারহাট্টায় দুর্বৃত্তরা আবাদকৃত লাউগাছ কেটে ও উপড়ে ফেলেছে

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯০ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার কৈলাটি গ্রামের একটি পারিচারিক কবরস্থান প্রাঙ্গনে আবাদকৃত লাউগাছ গত ৪ সেপ্টেম্বর দিবাগত রাতে  কেটে ও উপড়ে দিয়েছে দূর্বৃত্তরা। ঐ গ্রামের মানিক মিয়া ও কলি আক্তার দম্পতি জানান,  আধাকাটা জায়গায় তারা কিছু লাউগাছ এ মৌসুমের শুরুতে রোপন করেছিলেন।

তারা এ লাউগাছ গুলোকে সার,কিটনাশক প্রদানসহ পরিচর্চা করে লাউগাছগুলো বড় করেছিল। এ গাছগুলোতে এখন লাউ ধরতে শুরু করেছিল এমতাবস্থায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য এ পৈশাশিক কান্ডটি ঘটিয়েছে। দুর্বৃত্ত কর্তৃক এ লাউয়ের গাছ কেটে ও উপড়ে ফেলায় দরিদ্র পরিবারটি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

যার ফলে তারা মানসিকভাবে ভেঙে পড়েছে। এ ঘটনার প্রতিকার চেয়ে মানিক, কলি দম্পতি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের ধারে ধারে ঘুরছে তারা এ ঘটনার ন্যায় বিচার প্রার্থনা করছে।

যখন মানুষের হৃদয়ে মৃত্যুর ভয় এবং মৃত ব্যক্তিদের রোহের মাগফেরাত কামনার সুযোগ থাকে সে সময়েই সাধারণত মানুষ কবর জিয়ারত ও মোনাজাতের জন্য কবরস্থানে যেয়ে থাকে। কিন্তু ঐ পাষান্ড দুর্বৃত্তরা মৃত্যুর ভয় ও কবরের আজাবের বিষয়টিকে উপেক্ষাকরে এই পৈশাশিক কান্ডটি ঘটিয়েছে।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি