বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯৬ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গৌরব,ঐতিহ্য ,সাফল্য ও সংগ্রামের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় ৭ সেপ্টেম্বর। উক্ত দোয়া ও আলোচনা সভা পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করা হয়, এরপর বাংলাদেশের জাতীয় সংগীত ও বিএনপির দলীয় সংগীত পরিবেশন করা হয় ।

উক্ত সভাটি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুসালেহ বুলবুল এর সভাপতিত্বে কার্যক্রম শুরু করা হয়। প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভাইস চেয়ারম্যান, সামসুজ্জামান দুদু, বিশেষ ব্যস্ততার কারণে যুক্ত না হতে পারলেও বিএনপি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠা বার্ষিকীর সাফল্য কামনা করেন।

ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও ৯০ এর গণঅভ্যুত্থানের অগ্রসেনানী- এ.বি.এম. মোশাররফ হোসেন। উনার বক্তব্যে বলেন, প্রবাসীর ভোটের মাধ্যমে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে,  প্রবাসীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিবে আগামী নির্বাচনে ও সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার করে দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সক্ষম ভূমিকা রাখবে প্রবাসীরা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া কে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

উক্ত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, মালয়েশিয়া বিএনপির সভাপতি ও বহির্বিশ্বের বিএনপি’র পরিচিত মুখ- ইঞ্জিনিয়ার মোঃ বদলুর রহমান খান (বাদল), বিএনপি অস্ট্রেলিয়ার বর্ষিয়ান ও প্রবীণ নেতা-ডঃ হুমায়ের চৌধুরী রানা, সাবেক ভিপি কুয়েট ও জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সভাপতি-সোহেল মাহমুদ ইকবাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক-জাকির আলম (লেলিন), সাবেক সাধারণ সম্পাদক নিউ সাউথ ওয়েলস বিএনপি (অনুমোদিত কমিটি), সাবেক ছাত্রদল ও যুবদল নেতা-আশরাফুল আলম (রনি) এবং সাবেক ছাত্রনেতা, বিএনপি’র সংসদ সদস্য মনোনয়ন প্রার্থী চাঁদপুর-১, কচুয়া-ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। আলোচক বৃন্দ সকলেই-বিএনপি’র প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এর রাজনৈতিক জীবনের সফলতা নিয়ে আলোচনা করেন।

বিএনপি-ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সভাপতি-ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুসালেহ বুলবুল বলেন, ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে তরুণ প্রজন্মকে রাজনীতি থেকে দূরে রেখেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন বিশ্বনেতা এবং শহীদ রাষ্ট্রপতির অসমাপ্ত কাজগুলি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে সম্পন্ন করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে  ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।

সাধারণ সম্পাদক- মোঃ জাহিদ খান বলেন, বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান সময় পর্যন্ত একটি রাজনৈতিক দল হিসেবে জনপ্রিয়তার কোনো কমতি নেই, বাংলাদেশের ইতিহাসে বিএনপি হল সবচেয়ে বেশি জনপ্রিয় দল, তাই আমরা যারা বিএনপি করি, আমরা সবাই মনে করি বিএনপি মানে একটা পরিবার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দলীয় নির্দেশ মেনে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, নির্বাচনে জয়যুক্ত হয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া থেকে নেতৃবৃন্দদের মাঝে বক্তব্য রাখেন, সহ-সভাপতি- মোঃ রুহুল ইসলাম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক- আসিফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক- জাহিদুল ইসলাম। উক্ত আলোচনা সভাটির সভাপতিত্ব করেন বিএনপি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সভাপতি- ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুসালেহ বুলবুল এবং পরিচালনার দায়িত্বে ছিলেন বিএনপি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক- মো: জাহিদ খান ও সহ সভাপতি- মোঃ রুহুল ইসলাম সরদার এবং সার্বিক সহযোগিতায় ছিলেন ফারুক আহমেদ খান, আসিফুল ইসলাম, কাজী সিফাত ইসলাম, জাহিদুল ইসলাম, এস. এম. জাকারিয়া হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ সাজিদুল ইসলাম সাজিদ, শাহরিয়ার জামান সৌমিক মোল্লা, আব্দুল্লাহ আল ফারুক, নাবিল সাদিদ, এ.এম. শিহাব উদ্দিন খান, কাজী মারুফ আহমদ ও সাদমান আহমেদ ফাহিমসহ আরো অনেকেই ।

পরিশেষে, মহান আল্লাহতালার কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মার মাগফেরাত কামনা,  দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সভাটি সম্পন্ন করা হয়।

 

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি