বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :

পূর্বধলায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের কমিটি গঠন

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৩ পঠিত

বিশেষ প্রতিনিধি: জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নেত্রকোণা জেলা শাখার আওতাধীন পূর্বধলা উপজেলা শাখার ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।  ১৯ সেপ্টেম্বর পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি ওয়াসিমুল বারী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন (নয়া শতাব্দীর) উপজেলা প্রতিনিধি খাইরুল ইসলাম।

কমিটির অন্যান্য সদস্যরা  হলেন- সহসভাপতি জিয়াউর রহমান (আজকের আরবান), যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ সজিব (আজকের আরবান), সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সাকিব (মানবকণ্ঠ), সম্মানিত সদস্য দুলাল মণ্ডল (দৈনিক সংলাপ), মোহাম্মদ এরশাদ আলী (রিফ্রেকশন নিউজ), মো. আল ইমরান (দৈনিক দিনকাল), আমিনুল হক (পূর্বধলা দর্পণ) ও আশিক মোস্তফা সজিব (সুমেশ্বরী বাংলা)।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নেত্রকোণা জেলা শাখার সভাপতি সারোয়ার পারভেজ বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা শাখার সহসভাপতি মো. দেলোয়ার হোসেন মাসুদ, সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন সালাম ও সহসাংগঠনিক সম্পাদক মো. লুৎফুর রহমান হৃদয়।

এছাড়া পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম, সহসভাপতি নুর আহমদ খান রতন প্রমুখ উপস্থিত ছিলেন।  সভায় সভাপতিত্ব করেন দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান এবং সঞ্চালনা করেন মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি সাকিব আব্দুল্লাহ।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি